খেলাধুলা

আইপিএল সূচিতে পরিবর্তন, শুরু ২১ মার্চ

ছবি: বিসিসিআই

আইপিএলের সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চলতি বছর ১৪ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু হবে ২১ মার্চ। অন্যদিকে উইমেন'স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শুরু হবে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের ২ তারিখ। 

রোববার (১২ জানুয়ারি) রাতে বিসিসিআই এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২১ মার্চ শুরু হয়ে ২৫ মে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল। আসরের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ দুটোই কোলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। এর ঠিক পরপর আইপিএল শুরু হলে, তা খেলোয়াড়দের জন্য চাপ হয়ে দাঁড়াবে। এসব বিবেচনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এই মাসের শেষদিকে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার কথা রয়েছে।

আইপিএল ২০২৫ আসরে ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শেষ তিন আসর ধরে এমনই হয়ে আসছে।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন