ফুটবল

স্ত্রীর সঙ্গে ৩০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন গার্দিওয়ালা

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার ও তাঁর স্ত্রী ক্রিস্টিনা সেরা তাঁদের ৩০ বছরের সম্পর্কের ইতি টেনেছেন।  স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে এই তথ্য।

স্পোর্ত জানিয়েছে, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও দুজনের সম্পর্ক এখনো আন্তরিক, স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ আছে।

১৯৯৪ সাল থেকে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে সম্পর্কে জড়ান গার্দিওলা।  ২০১৪ সালে বার্সেলোনায় তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।  কিন্তু বিয়ের ১০ বছর পরই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

তিন সন্তানের জনক জননী গার্দিওলা-ক্রিস্টিনা। তাদের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭।

জানা গেছে, ছোট মেয়ে ভালেন্তিনাকে নিয়ে পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করার জন্য ৫ বছর আগে বার্সেলোনায় ফিরে যান ক্রিস্টিনা। আর ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করা গার্দিওলা থেকে যান ম্যানচেস্টারেই। ফলে সর্বশেষ ৫ বছর মূলত আলাদাই থেকেছেন তাঁরা।

 

তবে একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাঁদের; পাশাপাশি স্ত্রীকে সময় দিতে নিয়মিত বিরতিতে ছুটি কাটাতে বার্সেলোনা ভ্রমণে যেতেন গার্দিওলাও। তবে সেই দিনও অবশ্য গত হতে যাচ্ছে। এবার তো পাকাপাকিভাবে আলাদা হওয়ার সিদ্ধান্তই নিয়ে নিলেন তাঁরা।

 

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন