ভোটার হালনাগাদ নিয়ে যে নির্দেশনা দিলো ইসি

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম আগামী ২০ জানুয়ারি থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে বিশেষ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
এতে বলা হয়, আগামী ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকাভুক্তি করতে হবে।
এছাড়াও মৃত ভোটারদেরকে ভোটার তালিকা থেকে কর্তন এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়েও কার্যক্রম গৃহীত হবে। এ কর্মসূচিতে হিজড়া জনগোষ্ঠীরা নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন।
ইসির বিশেষ নির্দেশনাগুলো হচ্ছে-
১। পহেলা জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা।
২। তথ্য সংগ্রহকালে কোনো ব্যক্তির তথ্য ফরম পূরণের পূর্বে তিনি ইতঃপূর্বে ভোটার হয়েছেন কি-না তা অবশ্যই নিশ্চিত করা।
৩। বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ যাচাইপূর্বক নিশ্চিত হওয়া।
৪। কোনো ব্যক্তির নামের আগে বা পরে কোন পেশা, খেতাব, পদবি, অর্জিত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংযুক্ত না করা।
৫। ভোটারযোগ্য ব্যক্তির বাংলা নামের ইংরেজি বানান যথাযথভাবে লিপিবদ্ধ করা।
আই/এ