পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকে পদত্যাগ করেছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে পদত্যাগের এই ঘটনা ঘটলো। মঙ্গলবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।
গেলো সপ্তাহে টিউলিপ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস) লউরি ম্যাগনাসকে দেওয়া চিঠিতে টিউলিপ কোনো আচরণবিধি ভঙ্গ করেছেন কি না তা খতিয়ে দেখতে বলেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে লিখা পদত্যাগপত্রে তাঁর বিরুদ্ধে লউরি ম্যাগনাস আচরণবিধি ভঙ্গের কোন প্রমাণ পাননি বলে উল্লেখ করেন টিউলিপ
অন্যদিকে পদত্যাগপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক কোন ধরনের আচরণবিধি ভঙ্গ করেন নাই।
এনএস/