ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাৎ মামলায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনসহ ১৯ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও রফিকুল আমিনের স্ত্রী ফারাহ দিবাসহ বেশ কয়েকজন কারাগারে রয়েছেন। অন্যদিকে ডেসটিনির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে মুক্ত রয়েছেন।
এ মামলার ১৫ জন আসামি এখনও পলাতক।
বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৪ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫১ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। ২০১৬ সালের ২৪ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন (ডিটিপিএল) ও ডেস্টিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল।
উল্লেখ্য, একই আদালত ২০২২ সালের ১২ মে আরেকটি অর্থ পাচার মামলায় রফিকুল আমিনকে ১২ বছরের এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড প্রদান করেছিল।
এসি//