জাতীয়

সংস্কার প্রতিবেদনে হবে নতুন বাংলাদেশের চার্টার: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চারটি সংস্কার কমিশনের প্রতিবেদনকে ভিত্তি করেই নতুন বাংলাদেশের একটি চার্টার তৈরি হবে এবং সেই চার্টারকে ভিত্তি করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন।

এ সময় দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিবেদনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এগুলো থেকে এমন একটি চার্টার তৈরি করতে চাই, যা হবে গণঅভ্যুত্থানের চার্টার এবং নতুন বাংলাদেশের সনদ। এই চার্টার তৈরি হবে মতৈক্যের ভিত্তিতে, যা থেকে সরে আসা যাবে না।’

ড. ইউনূস বলেন,‘এটা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এক ঐতিহাসিক মুহূর্ত। আজকের এই অনুষ্ঠান ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ এই কমিশনগুলোর সৃষ্টি ইতিহাসের প্রবাহ থেকেই হয়েছে।’

তিনি আরও বলেন, ‘একটি ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থানের প্রতিফলন এই উদ্যোগ। আজকের প্রতিবেদনগুলো আমাদের জন্য বড় চর্চার একটি দিক, যা কেউ উপেক্ষা করতে পারবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি এবং এর কাঠামো তৈরির দায়িত্ব আপনাদের ওপর অর্পণ করেছি। আজকের এই প্রতিবেদন সেই কাঠামোর ভিত্তি স্থাপন করবে।’

কমিশনের সদস্যদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘এটি কোনো সমাপ্তি নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা শুরু করব। এতে সবার মনোভাব কী, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা তা যাচাই করা যাবে। এটি কোনো চাপিয়ে দেয়া পরিকল্পনা নয়; এটি মানুষের আশা-আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই চার্টার হবে বাঙালি জাতির সনদ, যা নিয়ে আমরা এগিয়ে যাব। ভবিষ্যৎ নির্বাচনও এই চার্টারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এটা যেন দলীয় কমিটমেন্টে সীমাবদ্ধ না থাকে, বরং জাতীয় কমিটমেন্ট হিসেবে গ্রহণ করা হয়।’

তিনি আরও যোগ করেন, ‘চার্টার থেকে বিচ্যুত হওয়া যাবে না। কারণ এটি আমাদের স্বপ্নের ধারাবাহিকতা নিশ্চিত করবে। চার্টারকে বাস্তবায়ন করতে হবে এবং এটি ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হবে। এর ওপর ভিত্তি করেই ভবিষ্যতের সরকার গঠিত হবে।’

এদিন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ। এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন