খেলাধুলা

সিলেটের কর্নওয়ালের বিপিএল শেষ!

ছবি: সংগৃহীত

সিলেট স্ট্রাইকার্সের বিদেশি ক্রিকেটার রাকিম কর্নওয়াল চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে ফিরে যাচ্ছেন। বিপিএলে এখনো ধুঁকতে থাকা সিলেটের জন্য এমন পরিস্থিতি কিছুটা চিন্তার। দলটি এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ টিতে জয় পেয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সিলেটের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তথ্যটি জানানো হয়েছে।

এক পোস্টে বলা হয়, ক্রিকেটসমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।

কর্নওয়াল বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার সিলেটে দেখা হবে।’

ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি কর্নওয়াল। মাত্র ৩ ম্যাচ খেলে ১৮, ০ ও ৪ রান করেছেন। বল হাতে বেশ ভালো করেছেন তিনি। বলে ওপেন করতেন, উইকেট নিয়েছেন ৪ টি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন