আদালতের সামনেই ২ বিচারপতিকে গুলি করে হত্যা

ইরানের রাজধানী তেহরানে ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীর হামলায় দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) ভোরে আদালত ভবনের সামনে বিচারককে গুলি চালানোর পর ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন।দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
নিহত দুই বিচারপতি হলেন, হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ। তারা আদালতে সন্ত্রাসবাদ এবং গুপ্তচরবৃত্তিসহ জাতীয় নিরাপত্তা মামলার বিচার কাজ করতে।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টের তিন বিচারককে টার্গেট করে হামলা চালানো হয়েছিল। এদের মধ্যে দুইজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। অনলাইন ওয়েবসাইটটি আরো জানিয়েছে, পরে আততায়ী আত্মহত্যা করেছে।
ঘটনার পর বিচার বিভাগের মিডিয়া সেন্টার একটি বিবৃতি জারি করে, হামলাটিকে "পূর্বপরিকল্পিত পদক্ষেপ" বলে বর্ণনা করে। এতে বলা হয়েছে যে দু'জন ভুক্তভোগী ছিলেন "নিবেদিত এবং বিপ্লবী বিচারক যারা জননিরাপত্তা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, "আজ সকালে, সুপ্রিম কোর্টে একজন সশস্ত্র অনুপ্রবেশকারী জাতীয় নিরাপত্তা, গুপ্তচর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাসের দুই সাহসী বিচারককে পূর্ব-পরিকল্পিত হত্যা করেছে।
জেএইচ