দেশজুড়ে

সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ভারতীয়রা হাতবোমা নিক্ষেপ করে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশিপরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশই নিজ নিজ এলাকায় অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছেন।

স্থানীয়দের অভিযোগ, সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এসময়ে শতাধিক আম ও বড়ই গাছ কেটে নষ্ট করে তারা।

পরে বিষয়টি নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় ভারত সীমান্তের নাগরিকরা বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এসময় বিএএফ টিয়ারশেল নিক্ষেপ করে বলেও তারা অভিযোগ করেন। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোঁটা ও হাসুয়া নিয়ে সীমান্ত অবস্থান করছে। উভয় পক্ষের মধ্যে থেকে ইট পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।

কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু বলেন, সংঘর্ষের সময় ফারুক মোটরসাইকেলে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করলে ভারতীয়দের ছোড়া পাথরে তিনি মাথায় গুরুতর আহত হয়েছেন।

মিঠুন নামে একজন জানান,  সীমান্তে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় ১০ জনের মতো বাংলাদেশে অনুপ্রবেশ করে স্থানীয় যুবক রনির ওপর আক্রমণ করে। এতে তিনি আহত হন।

বর্তমানে দুপাশেই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে, নো-ম্যানস ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চৌকা সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন