আন্তর্জাতিক

পদত্যাগ করতে বলা হয়েছে মার্শা বার্নিকাটসহ ৩ জ্যেষ্ঠ কূটনীতিককে

মার্শা বার্নিকাট (বাঁয়ে), ডেরেক হোগান (মাঝে) ও আলেইনা তেপলিৎজ (ডানে)

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ দেশটির তিনজন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা। বার্নিকাট ছাড়া বাকি দুই জ্যেষ্ঠ কূটনীতিক হলেন ডেরেক হোগান ও আলেইনা তেপলিৎজ  

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন দুজন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নতুন প্রশাসনের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদলের দায়িত্বে থাকে এজেন্সি রিভিউ টিম এই তিন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছেন।     

ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর কূটনৈতিক বহরে বড় ধরনের পরিবর্তন আনবেন- তিন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলাটা সেটারই ইঙ্গিত দেয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে

নির্বাচনী প্রচারের সময় থেকেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁর প্রতি  অনুগত নয়, এমন কর্মকর্তাদের বরখাস্ত করবেন সোমবার ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন