ফুটবল

নিউজিল্যান্ডকে হারিয়ে নাইজেরিয়ার ইতিহাস

মালয়েশিয়া চলমান অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমবারের মতো অংশ নিয়েছে নাইজেরিয়া।  টুর্নামেন্টটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ইতিহাস গড়েছে নাইজেরিয়া।  শক্তিশালী নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়েছে আফ্রিকা মহাদেশের দলটি।

সোমবার (২০ জানুয়ারি) বৃষ্টির কারণে নাইজেরিয়া ও নিউজিল্যান্ড ম্যাচটি ৭ ওভার কমিয়ে ১৩ ওভারে নিয়ে আসা হয়।  ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে নাইজেরিয়া।  দলটির অধিনায়ক লাকি পায়াটি একটি চারে সর্বোচ্চ ১৯ রান করেন ২৫ বল থেকে। ২২ বলে ১৮ রান করেন লিলিয়ান উদেহ।

জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে নিউজিল্যান্ডও ৬ উইকেট হারিয়ে ৬৩ রান পর্যন্ত পৌঁছায়।  ফলে ২ রানের জয় পায় নাইজেরিয়া। এটি তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন