আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়ার কয়েক ঘণ্টা আগে নজিরবিহীন কাজ করলেন বাইডেন

জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়ার কয়েক ঘণ্টা আগে নজিরবিহীনভাবে বিশেষ ক্ষমতা প্রয়োগ করছেন জো বাইডেন। প্রাক্তন চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি, অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলিসহ ২০২১ সালে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের হামলার তদন্ত কমিটিতে থাকা প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতাদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন।

বাইডেনের এই দায়মুক্তি ঘোষণার ফলে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ব্যক্তিদের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন অ্যান্থনি ফাউচি ও মার্ক মিলি। স্বাভাবিকভাবেই, তাঁরা এবার নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে পড়তে পারেন বলে আশঙ্কা করেছেন বাইডেন। ফলে প্রেসিডেনশিয়াল পাওয়ার বা প্রেসিডেন্ট পদ প্রদত্ত বিশেষ ক্ষমতার প্রয়োগ করলেন বিদায়ী প্রেসিডেন্ট।

সোমবার বাংলাদেশে সময় রাত সাড়ে ১১টায় ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন