ক্রিকেট

রাজশাহীকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারালো চিটাগাং

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চিটাগাং কিংস।  প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে চিটাগাং।  জবাবে খেলতে নেমে মাত্র ৮০ রানে সবকয়টি উইকেট হারিয়ে ফেলে রাজশাহী।

সোমবার (২০ জানুয়ারি) বড় রানের লক্ষ্যে খেলতে নেমে লক্ষ্য তাড়া করতে নেমে ২ বলে ৪ রান করে আউট হন জিশান আলম।  ৭ বলে ৯ রান করে ফেরেন মোহাম্মদ হারিস। তিনে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়কে ৫ রান করে ইয়াসির আলী এবং ১০ রান করে আকবর আলী সঙ্গ দেন।

সতীর্থদের আশা যাওয়ার মিছিলে ২১ বলে ২১ রান করে আউট হন এনামুলও।  এরপর মার্ক দয়াল ৬, সানজামুল হক ৭, তাসকিন আহমেদ ৩ এবং মোহর শেখ ১ রানে আউট হলে ৩৪ বল হাতে থাকতেই ৮০ রানে অলআউট হয় রাজশাহী।  

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নাঈম ইসলামের ৫৬, গ্রাহাম ক্লার্ককের ৪৫, মোহাম্মদ মিথুনের ৩২ এবং হাসান আলীর ২৫ রানের সুবাদে ১৯১ রান সংগ্রহ করে চিটাগাং।

 

   

এ সম্পর্কিত আরও পড়ুন