আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেকে মাস্কের ভঙ্গি নিয়ে বিতর্কের ঝড়, তুলনা হিটলারের সঙ্গে!

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ইলন মাস্কের হাত উঁচিয়ে উদযাপনের ভঙ্গিমাকে অনেকে হিটলারের সেলুটের সঙ্গে তুলনা করেছেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাস্কের অঙ্গভঙ্গি শুধুমাত্র ওই মুহূর্তের উত্তেজনাকে উদযাপন করার প্রকাশ ছিল। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছছে, ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিয়া স্টেজে ইলন মাস্ক তার বক্তৃতায় উল্লাস প্রকাশ করেন এবং উদ্দীপ্ত কণ্ঠে বলেন, ‘এটি কোনো সাধারণ বিজয় ছিল না। এটি মানব সভ্যতার জন্য একটি মাইলফলক। এই অর্জন সম্ভব করার জন্য সবাইকে ধন্যবাদ!’ বক্তব্যের সময় তিনি ডান হাতে বুক চাপড়ে এবং আঙুল ভাঁজ করে জনতাকে অভিবাদন জানান। 

মাস্ক আরও বলেন, ‘আমার হৃদয় আপনাদের সবার সাথে। আপনাদের কারণেই সভ্যতার ভবিষ্যৎ রচিত হয়েছে।’

ইলন মাস্কের এই অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই একে নেতিবাচকভাবে দেখলেও, মাস্ক এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্ক তার বক্তৃতা প্রদানের একটি সম্পাদিত ভিডিও ক্লিপ এক্সে শেয়ার করেছেন। ভিডিওটি ফক্স নিউজ ধারন করেছিল। ভিডিওতে তার বিতর্কিত অঙ্গভঙ্গির অংশ বাদ দিয়ে শুধু মূল বক্তব্যই রাখা হয়েছে। পোস্টে ইলন মাস্ক লিখেছেন, ‘ভবিষ্যত অত্যন্ত উত্তেজনাপূর্ণ।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন