ডাকাতিকালে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত,পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক গৃহবধূকে হত্যা করেছে ডাকাত দল। এসময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করে ও মালামাল লুট করে তারা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার রাতে ওই নারী তার ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল আটটার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন। এসময় স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালীতে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে । তবে এটি ডাকাতি, নাকি দুর্ধষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আই/এ