খেলাধুলা

নিজেকে খুঁজতে ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে কোহলি

ছবি: ফাইল

সবশেষ ২০১২ সালে রঞ্জি ট্রফি খেলেছেন ভিরাট কোহলি। ক্যারিয়ারে লম্বা সময় পেরিয়ে এসেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে অর্জন করেছেন খ্যাতি। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অনেকটাই দূরে ছিলেন কোহলি। সম্প্রতি তার ফর্ম নিয়ে চিন্তার বিষয়টি তো থাকছেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নীতিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির হয়ে রেলের বিপক্ষে খেলবেন কোহলি। ম্যাচটি শুরু হবে আগামী ৩০ জানুয়ারি।

সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পরাজিত হয়েছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে সেই হারের পর ক্ষত নিয়ে বেশ চিন্তিত দেশটি। এরমধ্যে নতুন করে ১০ টি নিয়ম ক্রিকেটারদের জন্য জারি করেছে বিসিসিআই। যে নিয়মগুলোর মধ্যে অন্যতম জাতীয় দলের ক্রিকেটাররা যাতে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করে।

শুধু কোহলি নন, শুবমান গিল, রিশাব পান্ট ও যশস্বী জয়সোয়ালওরাও রঞ্জি ট্রফি খেলবেন যার যার দলের হয়ে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন