জাতীয়

রোম থেকে আসা বিমানের ফ্লাইটে বোমা পাওয়া যায়নি: বিমানবন্দর কর্তৃপক্ষ

রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (২২ জানুয়ারি) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানটি অবতরণের পর সম্পূর্ণ তল্লাশি চালানো হলেও বোমা বা বোমাসাদৃশ্য কোনো বস্তু পাওয়া যায়নি। যাত্রীদের ব্যাগসহ সমস্ত জিনিসপত্রও পরীক্ষা করা হয়েছে, কিন্তু বিস্ফোরক দ্রব্যের কোনো প্রমাণ মেলেনি।

এর আগে বুধবার ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। জানা যায়, রোম থেকে ঢাকার পথে ফ্লাইটে থাকা কারো পক্ষ থেকে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এর জেরে সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অবতরণের পর বিমান থেকে আড়াইশ’ যাত্রী ও ১৩ ক্রুকে নিরাপদে বের করে আনা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটিকে ঘিরে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালায়। যদিও কোনো বোমা বা বিপদজনক বস্তু পাওয়া যায়নি। এ ঘটনায় বাড়তি সতর্কতা অবলম্বন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন