পাকিস্তানি নম্বর থেকে এসেছিল বিমানে বোমা হামলার বার্তা
শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবিপিএন সূত্রে জানা গেছে, ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি এসেছে পাকিস্তানি নম্বর থেকে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে বার্তাটি পাওয়ার পর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। বিমানবাহিনীর নিরাপত্তায় যাত্রীদের নামিয়ে আনা হয়, তবে তাদের হাতব্যাগ প্লেনেই রাখা হয়।
বিমানবন্দরের এপিবিএন-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে বার্তাটি আসে। সেখানে জানানো হয়, রোম থেকে আসা ফ্লাইটটিতে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে, যা ঢাকায় অবতরণের পর বিস্ফোরণ ঘটানো হবে। তবে বার্তায় এটিকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয় এবং বলা হয়, এটি কোনো হুমকি নয়।
বার্তাটি পাওয়ার পর সংশ্লিষ্ট নম্বরে ফোন করা হলে সেটি রিসিভ করা হয়নি, তবে হোয়াটসঅ্যাপে চ্যাটিং চালিয়ে যাওয়া হয়। বিস্ফোরকের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিক্রিয়ায় বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য এটি করতে পারে।
বোম্ব ডিসপোজাল ইউনিট উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে ও হ্যান্ড ব্যাগ পরীক্ষা করে। কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।
তল্লাশির সময় যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয় এবং ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত রাখা হয়। পুরো উড়োজাহাজ নিরাপদ ঘোষণা করার আগ পর্যন্ত যাত্রীদের টার্মিনালেই থাকতে বলা হয়।
ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। উড়োজাহাজটিতে ২৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।
এসি//