অভিযানে গিয়ে হামলার শিকার পরিবেশ অধিদপ্তরের পরিচালক

রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী।
পরিবেশ অধিদপ্তর জানায়, উপসচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় কারখানার লোকজন হামলা করেন। এ সময় হামলাকারীরা জব্দ করা মেশিন ও মালমালভর্তি ট্রাক ভাঙচুর করে সব নিয়ে যান।
রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে মো. শওকত আলী আহত হয়েছেন। তাঁর মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।
আই/এ