ক্যাম্পাস

ঢাবি ও সাত কলেজের সোমবারের ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার জেরে আজ, সোমবার প্রতিষ্ঠান দুইটির সব সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে ৭ কলেজের ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে। 

এর আগে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। সাত কলেজের শিক্ষার্থীরা ৫ টি দাবি আদায়ের লক্ষ্যে নেমেছে। একপর্যায়ে ঢাবি শিক্ষার্থীরা একযোগে ধাওয়া করেন সাত কলেজের শিক্ষার্থীদের। পরে সাত কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধ করলে এগোতে পারেননি ঢাবি শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নীলক্ষেত মোড়ে সাউন্ড গ্রেনেড ও  টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দাবি- 

১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।

২. সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।

৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।

৪. সাত কলেজের ভর্তি পরীক্ষায়-নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।

৫. সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন