পাকিস্তানে এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১
পাকিস্তানের বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদ পুর কানোরা এলাকায় একটি এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।
সোমবার (২৭ জানুয়ারি) পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে এলপিজি ট্যাঙ্কারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভয়াবহ আগুন ধরে যায়। যার প্রভাব আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংস সৃষ্টি করে। বিস্ফোরণে ছিন্নভিন্ন গাড়ির ধ্বংসাবশেষ কাছাকাছি আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে।
উদ্ধারকারী দলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই কাজে ১০টির বেশি দমকল গাড়ি এবং ফোম ব্যবহার করা হয়।
প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, ধ্বংসস্তূপ থেকে আরও একটি লাশ উদ্ধারের পর মৃতের সংখ্যা বেড়ে ছয়ে পৌঁছায়। নিহতদের মধ্যে এক কিশোরী এবং দুই নারী রয়েছেন।
মুলতানের পুলিশ অফিসার সিদ্দিক আলী জিও নিউজকে বলেছেন, ভয়াবহ বিস্ফোরণে ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ৭০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গবাদিপশুও পুড়ে মারা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের আগে ট্যাঙ্কারের গ্যাস লিকেজের কারণে গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছিল। তবে কিছু মানুষ দুর্ঘটনার আগে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।
বিস্ফোরণের জেরে এলাকাটি খালি করে দেয়া হয়েছে এবং ১৩ জন আহতের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি আশপাশের এলাকায় তল্লাশি ও নিরাপত্তা অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি একটি অবৈধ এলপিজি রিফিলিং গুদাম ছিল এবং রিফিলিং চলাকালীন বিস্ফোরণ ঘটে। বড় গ্যাস বাউজার থেকে ছোট বাউজার এবং বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাস স্থানান্তরের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বিস্ফোরণের স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে।
এসি//