বরিশালের সামনে খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ
মিরপুরে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। টসে জেতা বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে খুলনা। মোহাম্মদ নাইমের ফিফটি ও বাকিদের কিছু কিছু অবদানে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে দলটি। যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে ২৭ রানের একটি ক্যামিও খেলেছেন।
উদ্বোধনী জুটিতেই ৪৭ রান করে খুলনা। ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২৯ রান করে আউট হন। তিনে নামা অ্যালেক্স রস ২০ রানের বেশি করতে পারেননি। তবে আজ আফিফ হোসেন দারুণ ব্যাট করেছেন। যদিও বলের সঙ্গে রানের ব্যবধান হতে পারতো আরেকটু। তার ব্যাটে আসে ২৭ বলে ৩২ রানের ইনিংস। যেখানে ছিল ২ টি চার ও ২ টি ছক্কা।
উইলিয়াম বসিসতো ও মাহিদুল অঙ্কন অপরাজিত ছিলেন। বসিসতো করেন ১৬ বলে ২০ রান। অঙ্কনের ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। এদিকে সর্বোচ্চ স্কোরার নাইমের ব্যাটে আসে ৫ বাউন্ডারি ও ৩ ছয়।
ফরচুন বরিশালের পক্ষে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ।
এমএইচ//