খেলাধুলা

খুলনাকে হারিয়ে শীর্ষ দুইয়ে অবস্থান শক্ত করলো বরিশাল

ছবি: ফরচুন বরিশাল/ফেসবুক

খুলনা টাইগার্সকে হারিয়ে শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের সমান ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট অর্জন করেছে বরিশাল। যেখানে নেট রান রেটে এগিয়ে টেবিলের এখনো শীর্ষেই আছে রংপুর।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে বেশ সহজেই ৫ বল হাতে রেখে ৫ উইকেটে ম্যাচটি জিতে নেয় তামিম ইকবালের দল। যেখানে তামিম ও ডেভিড মালান মিলে করেছেন ৫৬ বলে ৯১ রানের জুটি।  

তামিমের ব্যাটে আসে ২৫ বলে ২৭ রান। মালান করেন ৩৭ বলে ৬৩ রান। এই ইংলিশ ব্যাটারের ইনিংসে ছিল ৮ টি চার ও ৩ টি ছক্কা।

এছাড়াও মুশফিকুর রহমি ১৭ বলে ২৪, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলেন। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবী দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। ফাহিম ৬ বলে ১৮ রানে এবং নবী ১০ বলে ১৫ রানে ক্রিজে ছিলেন।

খুলনা টাইগার্সের পক্ষে বল হাতে আবু হায়দার রনি একাই ২ উইকেট নিয়েছেন।

এর আগে,  মোহাম্মদ নাইমের ফিফটি ও বাকিদের কিছু কিছু অবদানে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে দলটি। যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে ২৭ রানের একটি ক্যামিও খেলেছেন।

উদ্বোধনী জুটিতেই ৪৭ রান করে খুলনা। ওপেনিংয়ে নামা মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২৯ রান করে আউট হন। তিনে নামা অ্যালেক্স রস ২০ রানের বেশি করতে পারেননি। তবে আজ আফিফ হোসেন দারুণ ব্যাট করেছেন। যদিও বলের সঙ্গে রানের ব্যবধান হতে পারতো আরেকটু। তার ব্যাটে আসে ২৭ বলে ৩২ রানের ইনিংস। যেখানে ছিল ২ টি চার ও ২ টি ছক্কা।

উইলিয়াম বসিসতো ও মাহিদুল অঙ্কন অপরাজিত ছিলেন। বসিসতো করেন ১৬ বলে ২০ রান। অঙ্কনের ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। এদিকে সর্বোচ্চ স্কোরার নাইমের ব্যাটে আসে ৫ বাউন্ডারি ও ৩ ছয়।

ফরচুন বরিশালের পক্ষে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ।  

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন