টাকা না থাকলে দল নেওয়ার দরকার কী: ম্যালান
পারিশ্রমিক ইস্যুতে এবারের বিপিএলে হয়েছে নানা সমালোচনা। সবশেষ গতকাল দুর্বার রাজশাহী জন্মদিয়েছে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা যা বিপিএলের ইতিহাসে কখনো হয়নি। রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা টাকা পায়নি বলে খেলতে নামেননি রাজশাহীর বিপক্ষে।
রাজশাহী ছাড়াও আরও কিছু ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের পারিশ্রমিক বাকি থাকার গুঞ্জন শোনা গেছে। সরল ভাষায় এমন পরিস্থির সহজ সমাধান দিয়েছেন ফরচুন বরিশালের ইংলিশ ক্রিকেটার ডেভিড ম্যালান।
খুলন টাইগার্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসে ম্যালান। সেখানে তিনি বলেন, ‘টুর্নামেন্ট যেটাই হোক না কেন, মৌলিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা এবং কারও কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। এ কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ।’
এরপর ম্যালান বলেন, ‘কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না, সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। আশা করি সামনেও হবে না।’