জাতীয়

সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনে সহায়তা করতে চায় ইইউ

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশকে সহায়তা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আগ্রহের কথা জানান

রাষ্ট্রদূত বলেন, আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচনের জন্য আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। বাংলাদেশের এই অতি গুরুত্পূর্ণ সময়ে ইসিকে কী সহায়তা করতে পারে ইইউ, সিইসির কাছে সেটাও জানতে চেয়েছি

সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে ইইউ সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেসংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। তবে তারা মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে।তবে তারা প্রেসার নয়, সাজেশন দিচ্ছেন।

কী ধরনের সহায়তা দেবেন জানতে চাইলে তিনি বলেন, ওনারা লোক পাঠাবেন। পর্যালোচনা করে পরে ইসিকে জানাবেন। ওনাদের মিশন আসবে। নির্বাচন হলে তারা পর্যবেক্ষক হিসেবে থাকতে চান। ইসি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন

এ এম এম নাসির উদ্দিন বলেন, ইসির স্বাধীনতা খর্ব হোক এটি ইইউ প্রতিনিধি দল চায় না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ১৫০ প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন