সৌদি গল্পের অধ্যায় শেষ নেইমারের
যেই বয়সে এসে কারিম বেনজেমা লুকা মদ্রিচরা ব্যালন ডি’অর জিতেছেন। সেই বয়সে নেইমারের জায়গাই হচ্ছে না ক্লাবে। কিছুদিন আগে আল হিলাল কোচ জর্জ জেসুস বলেছিলেন, সৌদির প্রো লিগ এখন বিশ্বের অন্যতম সেরা এবং আমরা যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে খেলতে পারে না।
যার কারণে নেইমারকে সৌদি প্রো লিগে নিবন্ধন করায়নি ক্লাবটি। এবার খবর এলো আল হিলাল চুক্তি বাতিল করেছে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার সঙ্গে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল হিলাল জানিয়েছে পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন তারা।
অর্থাৎ ইউরোপ ছেড়ে নেইমারের এশিয়া গল্পের অধ্যায় এখানেই শেষ।
বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলার চুক্তিতে ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। তবে সৌদি আরবে যাওয়ার পর চোটের কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন এই ব্রাজিলিয়ান সুপার স্টার।
নেইমার এখন কোন ক্লাবে খেলবেন তা আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি। তবে শৈশবের ক্লাব সান্তোসেই ফিরতে যাচ্ছেন বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে এমনটাই।