চ্যাম্পিয়নস লিগ
রদ্রিগোর জোড়া গোলে রিয়ালের জয়, নিশ্চিত হলো শেষ ষোলোর ৮ দল

চ্যাম্পিয়নস লিগে ব্রেস্তের বিপক্ষে লুকা মদ্রিচের পাস থেকে বল নিয়ে দ্রুত ডি বক্সে ঢুকে যান রদ্রিগো। বক্সে ঢুকেই দ্বিতীয় পোস্টে শট করেন এই ব্রাজিলিয়ান তারকা। পোস্টে বল লেগে জালে জড়িয়ে প্রথম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৭ মিনিটেই দলকে এগিয়ে দেন রদ্রিগো।
রিয়ালের পক্ষে এর পরের গোলটি আসে জুড বেলিংহামের পা থেকে। ম্যাচের ৫৫ মিনিটে লুকাস ভাজকেজের পাস থেকে এক ছোঁয়াতেই গোলরক্ষককে পরাস্ত করেন বেলিংহাম। ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখা রিয়াল ৭৮ মিনিটে গিয়ে তৃতীয় গোল পায়।
রদ্রিগোর পাস ধরে ব্রেস্ত গোলরক্ষককে হটিয়ে দেয়ার চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেই শটে গোল হয়নি, ফিরতি বল পেয়েই তা জালে জড়িয়েছেন রদ্রিগো। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়ে যান তার দ্বিতীয় গোল। চ্যাম্পিয়নস লিগে এর আগের ম্যাচে সালজবুর্গের বিপক্ষেও জোড়া গোল আসে রদ্রিগোর পা থেকে।
ব্রেস্তের বিপক্ষে ৩-০ গোলের জয়ে সরাসরি শেষ ষোলোতে যাওয়ার সুযোগ হয়নি রিয়ালের, বরং খেলতে হবে প্লে অফ পর্ব। এদিকে শেষ ষোলোতে যেতে যুদ্ধ করতে থাকা ম্যানসিটির প্লে-অফও নিশ্চিত হয়েছে। ক্লাব ব্রুগার বিপক্ষে ১ গোলে পিছিয়ে থেকেও ৩-১ ব্যবধানে জয় পেয়েছে গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আতালান্তা।
লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা- এই ৮ টি দল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে। বাকি ১৬ দলকে করতে হবে অপেক্ষা, প্লে অফ খেলে তবেই উঠতে হবে শেষ ষোলোতে। বাকি ১৬ দল: আতালান্তা, বরুসিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন, ক্লাব ব্রুগা।
এমএইচ//