জনগণ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে : রিজভী
দেশের জনগণ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে। কিন্তু ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য পতনের ৬ মাসের মধ্যে রাজপথে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে প্রতিবন্ধী রিকশাচালক মামুনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘ঢাকা শহরে শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখলাম না। অথচ কিছুদিন আগেও এই বিএনপির পার্টি অফিস থেকে মিছিল বের হলেই আইন-শৃঙ্খলা বাহিনী চারদিক থেকে মৌমাছির মতো আক্রমণ করতো’।
তিনি বলেন, সারাদেশে কত মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন সামাজিক সংঘাত-সংর্ঘষে। আইন-শৃঙ্খলা বাহিনী তা দমনে কোনো ভূমিকা রাখে না। অপরাধীদের তো গ্রেপ্তার করে না।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যারা আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর লোক। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হচ্ছে না। এসব অপরাধীদের কারা রেহাই দিচ্ছে তাদেরকেও চিহ্নিত করে রাখা হচ্ছে। এখনও কেন আবু সাঈদ, মুগ্ধদের মায়ের চোখের জল ঝরবে?
প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরও প্রতারক বানায় উল্ল্যেখ করে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তার শ্বশুরের নামে একটি ফাউন্ডশেন করেছিলেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি ফাউন্ডেশন করেছিল, সেটি খুঁজে দেখো গেছে নেই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরও প্রতারক বানায়। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা ও তার ছেলে-মেয়েরা।
আই/এ