শিক্ষা

৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করলো ইউজিসি

ঢাকার সাত কলেজের জন্য স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও কাঠামো নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।নতুন বিশ্ববিদ্যালয়টির নাম হতে পারে 'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়'

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফয়েজ এবং আরও দুই কমিশন সদস্য আজ  শিক্ষা উপদেষ্টার সঙ্গে নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করেছেন। এসময় তারা নতুন নাম নিয়েও আলোচনা করেন।

ইউজিসি চেয়ারম্যান জানান,  আমরা এখনো বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও কাঠামো নিয়ে কাজ করছি। যেমন, একটা কাঠামোতে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দেশের সবগুলো কলেজ আছে, আবার অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এতদিন কিছু কলেজ ছিল। আমরা এসব কাঠামো নিয়ে কাজ করছি

তিনি বলেন, সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এর বাইরেও নতুন মডেল বিবেচনা করা হচ্ছে।

'জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়' নামকরণের যুক্তি সম্পর্কে তিনি বলেন, জুলাই বিদ্রোহে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন গ্রাফিতিতে তারা এটাকে "জুলাই ৩৬" হিসেবে উল্লেখ করেছিল। বিদ্রোহের প্রতিফলন, তাদের আত্মত্যাগ স্মরণ এবং তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ, এই নামটি উপযুক্ত হবে। এর পাশপাশি আরও কিছু নামও প্রস্তাব করা হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন