আন্তর্জাতিক

সামরিক শাখার প্রধানের নিহতের খবর নিশ্চিত করলো হামাস

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের নিহতের আগেই জানিয়েছিলো ইসরাইল। এবার হামাসের পক্ষ থেকেদেইফের নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছিলো, গত বছরের ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরাইলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। সেই মাসেরই শেষের দিকে এ খবর প্রকাশ করেছিল ইসরাইল।

এছাড়া হামাসের সামরিক শাখার উপপ্রধান মারওয়ান ইশার নিহত হওয়ার খবরও নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠনটিযদিও এই কমান্ডারের নিহতের খবর গত বছরের মার্চে দিয়েছিল যুক্তরাষ্ট্র।

মোহাম্মদ দেইফ হামাসের সামরিক শাখা ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেডের নেতৃত্ব ছিলেন। তিনি এমন একজন ছায়াময় ব্যক্তিত্ব ছিলেন যিনি ফিলিস্তিনিদের কাছে দ্য মাস্টারমাইন্ডএবং ইসরাইলিদের কাছে দ্য ক্যাট উইথ নাইন লাইভসনামে পরিচিত। দেইফকে হত্যার জন্য ইসরায়েল বছরের পর বছর হন্যে হয়ে খুঁজেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  দেইফের জন্ম ১৯৬৫ সালে, খান ইউনিস শরণার্থীশিবিরে। ১৯৪৮ সালের আরবইসরায়েল যুদ্ধের পর এই শরণার্থীশিবির প্রতিষ্ঠিত হয়। দেইফের নাম ছিল মোহাম্মদ মাসরি। ১৯৮৭ সালে প্রথম ইন্তিফাদা শুরুর পর তিনি হামাসে যোগ দেন। তখন তাঁর নাম হয় মোহাম্মদ দেইফ।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামলার মাটারমাইন্ড ছিলেন মোহাম্মাদ দেইফ। এছাড়া গাজার ভূগর্ভে যেসব টানেল খনন করা হয়েছে, সেগুলোও মোহাম্মদ দেইফের পরিকল্পনা। হামাসের যে বিখ্যাত কাসাম রকেট, সেটির পরিকল্পনা এবং তৈরির কৃতিত্ব দেয়া হয় মোহাম্মদ দেইফকে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন