বিপিএলের তিন ক্রিকেটার নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান দল
চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। তারাই সর্বশেষ দল হিসেবে নিজেদের স্কোয়াড প্রকাশ করলো। পাকিস্তানের ১৫ সদস্যের দলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলছে এমন ৩ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
তারা হলেন; খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ।
চ্যাম্পিয়নস ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ১৫ সদস্যের এই দলটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দ্বিপক্ষীয় সিরিজের দল থেকে ৪ জন খেলোয়াড়ের বদল করেছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক, ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিমের জায়গা নিয়েছেন ফাহিম, ফখর জামান, খুশদিল ও সৌদ শাকিল।
রংপুরের হয়ে দারুণ খেলছেন খুশদিল। প্রায় ৬০ গড়ে ২৯৮ রান সংগ্রহ করেছেন এই ব্যাটার। মূলত এই পারফরম্যান্স বিচারেই প্রায় ১৬ মাস পর পাকিস্তান দলে ফিরলেন তিনি।
চিটাগাং কিংসের হয়ে একটি সেঞ্চুরি করেছেন উসমান। সংগ্রহ করেছেন মোট ২৮৫ রান। প্রথমবারের মতো পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলবেন তিনি।
ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে খুব বেশি উজ্জ্বল নন অলরাউন্ডার ফাহিম। তবে বল হাতে ১১ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার। যা বরিশালের পক্ষে সর্বোচ্চ।
পাকিস্তান স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।