আর্কাইভ থেকে জাতীয়

গণহত্যা দিবস স্মরণে সারাদেশ ১মিনিট অন্ধকারে থাকল

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে সারাদেশে এক মিনিট বাতি নিভিয়ে ব্লাক আউট কর্মসূচী পালন করা হয়।

বৃহস্পতিবারে সারাদেশে রাত ৯টা থেকে রাত ৯টা ১ মিনিট পর্যন্ত মোট ১ মিনিট এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় গণহত্যা দিবস স্মরণে রাত ৯টায় স্বাধীনতা স্তম্ভের আলো নিভে যায়।

একই সময় মুহূর্তেই সারাদেশের বিদ্যুতসহ সব রকমের আলোও নিভিয়ে ফেলা হয় ।

এছাড়াও শাহবাগের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এমনকি বইমেলাতেও এই ব্লাক আউট কর্মসূচী পালিত হয়।

এদিকে এর আগে সরকারি এক বিজ্ঞপ্তিতে এক মিনিটের জন্য ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করাসহ ২৫ মার্চ রাতে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়।

পাশাপাশি সরকার ১৯৭১ সালে ২৫ মার্চ হানাদার বাহিনীর নির্মম হত্যার তান্ডবের দিনটিকে ২০১৭ সালে জাতীয় সংসদে পাশ করার মধ্য দিয়ে জাতীয়ভাবে ‘গণহত্যা’ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

এরই ধরাবাহিকতায় বৃহস্পতিবারে সারাদেশে রাত ৯টা থেকে রাত ৯টা ১ মিনিট পর্যন্ত মোট ১ মিনিট ব্লাক আউট কর্মসূচী পালন করা হলো।

এস মুন্নী

 

এ সম্পর্কিত আরও পড়ুন