দাপুটে জয়ে শীর্ষ দুই নিশ্চিত করলো চিটাগাং কিংস
লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে চিটাগাং কিংস। এই জয়ে রংপুর রাইডার্সকে সরিয়ে টেবিলের দুইয়ে উঠে গেল চিটাগাং। রংপুর নেমে গেছে তিন নম্বরে।
মিরপুরে টস জিতে চিটাগাংকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে বেশ আগ্রাসী হয়ে ওঠে দলটি। দলের হয়ে ওপেনার খাজা নাফায় ১৯ বলে ২২ করে ফিরলেও, আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন একাই ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। গ্রাহাম ক্লার্কের ব্যাটে আসে ২৬ (২১) রান। এছাড়াও হায়দার আলী ২৩ বলে ৪২ রানে এবং শামীম পাটোয়ারী ১২ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন।
এতে চিটাগাং ৪ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। ফরচুন বরিশালের হয়ে তাইজুল ইসলাম সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন।
বড় সংগ্রহ তাড়া করতে গিয়ে ডেভিড মালান ৩৪ বলে ৬৭ রান করেছেন। মুশফিকুর রহিম ২২ বলে ২৪ রান করেন। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪৬ রান করে। বাকি ব্যাটাররা খুব বেশি সমর্থন দিতে পারেননি। ফলে লড়াই করেও জয় তুলতে পারেনি বরিশাল। তবে শীর্ষস্থানটা তারাই দখলে রাখছে।
বিপিএল ২০২৫ এর শীর্ষ ৪ দল: ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।
এমএইচ//