আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, বাড়লো নিহতের সংখ্যা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। মরদেহটি বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে ফিলাডেলফিয়ার ব্যস্ত সড়কে বিমানটি বিধস্ত হয়। এ নিয়ে এ দূর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহত ও ১৯ জনের আহতের খবর পাওয়া গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) আমেরিকান সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

ফিলাডেলফিয়ার ব্যস্থাপনা পরিচালক এডাম থিয়েল জানান, বিমানটি কেন বিধ্বস্ত হয়েছিলো এ বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি। এ ভয়াবহ দুর্ঘটনায় কতজন নিহত বা আহত হয়েছেন সেটি জানতে একদিনের কিছু বেশি সময় লাগতে পারে। কারণ বিমানটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

তিনি জানান, আহতদের অনেকেই চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। কিন্তু বিমান দুর্ঘটনার সময়ে সড়কের মধ্যে কে কোথায় ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নিতাই হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানকারী দল বর্তমানে দুর্ঘটনা স্থলে থাকা পোড়া গাড়ি, বিধ্বস্ত ঘড়বাড়ি ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ থেকে আলামত সংগ্রহ করছে। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কেন সোজা নিচে নেমে এসেছিল এ প্রশ্নের উত্তর খোজাই অনুসন্ধানী দলের মূল লক্ষ্য।

এপি আরও জানায়, প্লেনটিতে  শিশুসহ ৬ জন মেক্সিকান নাগরিক ছিলেন। শিশুটি সম্প্রতি ফিলাডেলফিয়ার একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষ করে বাবা মায়ের সাথে মেক্সিকো যাচ্ছিলো।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) চেয়ারম্যান জেনিফার হোমেন্ডি জানান, বিমানটি খুব জোরে মাটির সাথে আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয় এবং মুহুর্তেই এতে আগুন ধরে যায়। বিমানটি উড্ডয়নের এক মিনিট পরেই ১৫০০ ফুট উচ্চতায় উঠে। এরপরে এটি হঠাত করে সোজা মটিতে নেমে এসে বিধ্বস্ত হয় লেয়ারজেট ৫৫ নামের বিমানটি।

তিনি জানান, কন্ট্রোল টাওয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার আগ পর্যন্ত কোন উদ্বেগজনক বার্তা পায়নি। এনটিএসবি বর্তমানে বিধ্বস্ত বিমানে থাকা ককপিট ভয়েজ রেকর্ডারের সন্ধান করছে।

 

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টার কিছু পরে ফিলাডেলফিয়ার একটি বিমান বন্দর থেকে ৫ কি.মি. দূরে ব্যস্ত সড়কের মাঝখানে বিমানটি বিধ্বস্ত হয়।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন