ক্রিকেট

নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার

গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক কমিটিতে আসেন হান্নান সরকার।  কিন্তু ঠিক এক বছর পূর্ণ হতেই তিনি নির্বাচকের পদ  ছেড়ে দিলেন  হান্নানের এমন সিদ্ধান্তের কারণ তিনি কোচিংয়ে ফিরে চান

গতকাল শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন হান্নান। আজ সংবাদমাধ্যমকে এ কথা নিজেই নিশ্চিত করেছেন তিনি।

হান্নান বলেন, ‘আবারও কোচিংয়ে ফিরে যেতেই আমার এই সিদ্ধান্ত। নির্বাচকের কাজটাও আমি উপভোগ করছিলাম। কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়েই আমার পক্ষে আরও বেশি দেওয়া সম্ভব।

হান্নানের পদত্যাগ সম্পর্কে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, ‘হান্নান আরও কয়েক দিন আগেই আমাকে বলেছে কোচিংয়ে ফিরতে চায়, তাই আর নির্বাচক থাকতে চায় না। আমিও বলেছি ঠিক আছে। আমরা পরবর্তীতে বসে তার জায়গায় নতুন কাউকে নেব।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন