অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা টানা দ্বিতীয়বারের মতো নিজেদের করে নিলো ভারত অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল ম্যাচে ৯ উইকেটের জয় পায় ভারতের মেয়েরা।
রোববার (৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়াতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ ফাইনালের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দলটি ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে। চতুর্থ উইকেট জুটিতে ২০ রান যোগ করেন কায়লা রেনেকে ও কারাবো মেসো। তাদের ইনিংস বড় না হওয়ায় দলীয় ৪৪ রানের মধ্যে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা।
ষষ্ঠ উইকেট জুটিতে ৩০ রানের জুটি গড়েন মিকি ভ্যান ও ফে কাওলিং। ইনিংস সর্বোচ্চ ২৩ রান করেন মিকি। তবে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ওভারের মধ্যেই ১০ উইকেট হারিয়ে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে ৩ উইকেট নিয়েছেন গন্গাদি তৃষা। পারুনিকা সিসোদিয়া, আয়ুশি শুকলা এবং বিষ্ণবি শর্মা ২ টি করে উইকেট নিয়েছেন।
অল্প লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৬ রান তোলে ভারত। পরবর্তীতে গোন্গাদি তৃষা এবং সানিকা চালকে মিলে ম্যাচ শেষ করেন। জিততে ১১.২ ওভার খরচ হয়েছে ভারতের।
দলটির হয়ে তৃষা ৩৩ বলে ৪৪ রানে এবং সানিকা ২২ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন কায়লা রেনেকে।
ভারতের গোন্গাদি তৃষা ফাইনাল ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরা হন।
এমএইচ//