বলিউড-দক্ষিণী ফিল্মপাড়ায় গুঞ্জন! ফের কে এলো সামান্থার জীবনে?

ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। লাস্যময়ী হাসি আর অভিনয় গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।
মাঝে ‘মায়োসাইটিস’ রোগে আক্রান্ত হওয়ার কারণে দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে ছিলেন। মাঝে মধ্যেই তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়ে থাকে। এবার নতুন করে আলোচনার জন্ম দিলেন ৩৭ বছরের এই অপ্সরী।
নাগা এবং শোভিতার বিয়ের পরই অনুষঙ্গে চর্চা শুরু হয়েছে দক্ষিণের খ্যাতনামী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে। কারণ তিনি নাগার সাবেক স্ত্রী । সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য।
তামিল ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় এবং বলিউডে নাম লেখানো এই অভিনেত্রী অভিনয় করতে এসেই নাগা চৈতন্যর প্রেমে পড়েছিলেন।
তারপরই বিয়ে করেন অভিনেতা নাগার্জুনের এই ছেলেটিকে। তার মতে, ‘স্বামী হিসেবে একেবারে উপযুক্ত নাগা। সাফল্য, ব্যর্থতা ও আনন্দ-সমান ভাবে সামলান অভিনেতা।
বদমেজাজি নন, বরং ঠান্ডা মাথার গোছানো মানুষ অভিনেতা।’ তার আগে একটা লম্বা সময় একত্রবাস করেছেন তাঁরা। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০১৭ সালে বিয়ের পরই যেন বাড়তে থাকে জটিলতা শেষমেশ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেয় দু’পক্ষই। ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা।
২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।
নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।
গ্যালো ৪ ডিসেম্বর বিয়ের মালা পরেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। তারপর থেকেই মিডিয়া থেকে একটু দূরেই ছিলেন সামান্থা নাথ।
বিয়ের পর কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় সামান্থা স্পষ্ট জানিয়ে ছিলেন, তাঁর মনের অন্দরে ওঠা ঝড়কে থামাতে নিয়মিত মেডিটেশন করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি-৯ বাংলার প্রতিবেদন অনুযায়ি,নিজের সোশ্যাল হ্যান্ডলে সামান্থা লিখেছিলেন, ‘ ধ্যান এখন আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছে।
এই ধ্যান আমার ভিতরকে শান্ত, স্থির করে তোলে। যখনই বাইরের জগত থেকে দূরে গিয়ে, নিজেকে খোঁজা শুরু করবেন, তখন এই ধ্যানই কাজে আসবে। আর দেখবেন, মনের ভিতর উথাল-পাথাল হওয়া সমুদ্র স্থির হয়ে গিয়েছে।”
ওই পোস্ট দেওয়ার পর তখন কি কেউ ভেবেছিলেন -সামান্থার মনের গভীরে নাগা চৈতন্যর পর অন্য কেউ জায়গা করে নিয়েছেন।
এনিয়ে এখন বলিউড পাড়ায় রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কানাঘোষা চলছে দক্ষিনী ফিল্ম পাড়ায়ও। নিন্দুকেরা বলছেন নাগাকে ভুলে ফের প্রেমে পড়েছেন দক্ষিণী চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা।
আর সামান্থার নতুন প্রেমিক হলেন, দ্য ফ্যামিলি ম্যান এবং সিটাডেল, হানি-বানি পরিচালক রাজ নিদিমোরু!
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, শনিবার(১ ফেব্রুয়ারি) সামান্থা ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
যেখানে দেখা গিয়েছে, ওয়ার্ল্ড পিকলবল লিগ ম্যাচে নিদিমোরুর সঙ্গে হাজির সামান্থা। দুজনের পোশাকের মধ্যেও ছিল রংয়ের মিল।
গুঞ্জন চলছে- শুধু এই অনুষ্ঠানেই নয়। মাঝে মধ্যেই নাকি কফি শপ, রেস্তরাঁয় দেখা যায় জুটিকে। দেখা যায় লং ড্রাইভেও।
তবে এ ব্যাপারে আপাতত কোনও কিছুই বলতে নারাজ সামান্থা। অন্যদিকে, পরিচালক রাজ নিদিমোরুর মুখেও কুলুপ।
তারপরও নিন্দুকেরা বলছেন, যা রটে তার কিছুটা হলেও বটে। সময়ই বলে দেবে গুঞ্চন না সত্যি।
এমআর//