বিনোদন

মারা গেছেন তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী বার্বি হসু

তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী,গায়িকা ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপিকা বার্বি হসু ছবি: সংগৃহীত

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তাইওয়ানের জনপ্রিয় অভিনেত্রী,গায়িকা ও টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপিকা বার্বি হসু।জাপান ভ্রমনকালে ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার(২ ফেব্রুয়ারি) এই অভিনেত্রী মৃত্যুবরণ করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাইওয়ানের  সংবাদমাধ্যম টিভিবিএস নিউজকে এক বিবৃতির মাধ্যমে বার্বি হসুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বোন পপ তারকা ডি হসু।

ডি হসুর এজেন্টের শেয়ার করা ওই  বিবৃতিতে বলা হয়, নতুন বছরে আমাদের পরিবার ছুটি কাটাতে জাপানে এসেছিল। আমার প্রিয় বোন বার্বি দুর্ভাগ্যবশত ইনফ্লুয়েঞ্জার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ি, বিবৃতিতে ডি হসু বলেন, ‘আমি কৃতজ্ঞ যে আমি এই জীবনে তার বোন হতে পেরেছি, একে অপরের যত্ন নিতে এবং সঙ্গ দিতে পেরেছি। আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব এবং তাকে মিস করব।’

বিবিসি বলছে, ২০১১ সালের হিট টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’- এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বার্বি। এই টিভি সিরিজের কারণে মান্দারিনভাষী হসু ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেন।  

তাইওয়ানের জনপ্রিয় এই অভিনেত্রী  ১৭ বছর বয়সে হসু তার বোন ডি হসুর সঙ্গে পপ জুটি হিসেবে ক্যারিয়ার শুরু করেন।  পরবর্তীকালে তারা তাদের অ্যানিমেটেড স্টাইল এবং হাস্যরসের (সেন্স অব হিউমার) জন্য টিভি উপস্থাপক হিসেবে বিখ্যাত হয়ে উঠেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের হিট টিভি সিরিজ ‘মিটিওর গার্ডেন’- এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বার্বি। এই টিভি সিরিজের কারণে মান্দারিন ভাষী হসু ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেন।

৪৮ বছর বয়সী অভিনেত্রী মৃত্যুকালে তিনি তার স্বামী দক্ষিণ কোরীয় গায়ক ডিজে কু এবং তার আগের পক্ষের দুই সন্তানকে রেখে গেছেন।  ২০২১ সালে চীনা ব্যবসায়ী ওয়াং জিয়াওফেই এর সঙ্গে ১০ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন বার্বি। 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন