আন্তর্জাতিক

নিউইয়র্কের অ্যাপার্টমেন্টে আড়াই ফুট বাই তিন ফুটের বাথরুম! নেট দুনিয়ায় শোরগোল

ছবি: নিউইয়র্ক পোস্ট

পৃথিবীর শীর্ষ পরাশক্তিধর দেশের তকমা পাওয়ার পাশাপাশি অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র।  আর এই দেশটির অন্যতম ব্যয়বহুল অঙ্গরাজ্য হলো নিউ ইয়র্ক। এরাজ্যটিতে বাসা ভাড়া খুবই ব্যয়বহুল। সীমিত আয়ের একটি পরিবার কীভাবে এ শহরটিতে বাস করে তারই একটি ভিডিও প্রকাশ করেছেন এমিলি বোনানি নামে নিউ ইয়র্কের এক ভাড়াটে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এ দৃশ্য দেখে কেউ কেউ আঁতকে উঠছেন রীতিমতো।

গেলো শনিবার(১ ফেব্রুয়ারি)মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

সারাবিশ্বের মধ্যে  নিউইয়র্ক অন্যতম ব্যয়বহুল শহর। এই শহরে জীবন যাপনের জন্য গুনতেও হয় অনেক বেশি টাকা। বেশিরভাগ মানুষই হিমশিম খেয়ে যান সংসার চালাতে । এরইমধ্যে ভাড়ার ঘরের  গগনচুম্বি দাম থাকায়  ওখানকার মানুষদের মাথা গোজার জায়গা খুঁজতে গিয়ে রীতিমতো কপালে হাত পড়ে যায়। স্বপ্নের জায়গায় সাধ্যের মধ্যে ঘর খুঁজতে নাজেহাল হন অনেকে। অনেকেই মাথার ছাদ জোগাড় করেই থাকতে শুরু করেন। অনেক ঘরেই তিল ধারণের জায়গাই থাকে না।

সম্প্রতি নিউইয়র্কের এক ভাড়াটে এমন পরিস্থিতির বর্ণনা দিয়ে  তাঁর  অ্যাপার্টমেন্টের ছোট বাথরুমের ভিডিও করে  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এতেই রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটপাড়া। নিউ ইয়র্ক পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, ভিডিওটিতে ওই তরুণী জানিয়েছেন যে, তাঁর  অ্যাপার্টমেন্টের বাথরুমটি গোটা নিউইয়র্ক শহরের মধ্যে  সবেচেয়ে ছোট বাথরুম। এমিলি ভিডিওটিতে তাঁর অ্যাপার্টমেন্টের বাথরুমের অবস্থা তুলে ধরেন , সেখানেই দেখা যাচ্ছে বাথরুমটি খুবই ছোট।  সিংক এবং বাথরুম এক্কেবারে সংযুক্ত।  এমনকি ফ্ল্যাশ অন করলে সিংকের কল থেকে পানি পড়ছে। 

প্রতিবেদনে বলা হয়,  অবাক হওয়ার মতো হলো  নিউইয়র্কের ব্রুম স্ট্রিটের কাছে ৫৭০ বর্গফুটের এক বেডরুমের ভাড়া প্রতি মাস ২ হাজার ৭৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা (প্রতি ডলার=১২২ টাকা ধরলে)। একটি অ্যাপার্টমেন্টের উদ্ভট এবং ছোট বাথরুমের কারণে এক ভাড়াটে তার কয়েক মাস ধরে শাওয়ারে দাঁত ব্রাশ করছেন।

এমিলি বোনানির লোয়ার ইস্ট সাইড অ্যাপার্টমেন্টের  বাথরুমটি  প্রায় আড়াই ফুট বাই তিন ফুট আয়তনের। বাথরুমটি এত ছোট যে রীতিমত দাঁড়ানোও কারোর পক্ষে সম্ভব নয়।

নিউইয়র্কের ওই ভাড়াটের পোস্ট করা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহুর্তের মধ্যেই  ভাইরাল হয়ে যায়। এক সপ্তাহের মধ্যেইও ভিডিওটি ১৩ মিলিয়ন বা এক কোটি ৩০ লাখ ভিউ হয়ে যায়। এরপরেই তাঁর  দিকে ধেয়ে  আসে কটাক্ষের ঝড়।  কেউ কেউ তাঁর নিন্দা  করলেও,  অনেকেই আবার তাকে  সহানুভূতি দেখিয়ে লিখেছেন এর  থেকে ছোট বার্থরুম তাঁরা ব্যবহার করেন।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন