সেপটিক ট্যাংকে ইমামের স্ত্রীর লাশ,পাহাড়ে শিশুর
কুমিল্লায় বসতঘরের পেছনে সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহিদা বেগম (৬৫) নামে এক নারীর লাশ এবং লালমাই পাহাড় থেকে ওই নারীর সন্তান মো. রিফাত হোসেনের (৯) গলা কাটা মরদেশ উদ্ধার করেছে পুলিশ। তাদের দুজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদর দক্ষিণের চন্ডিমুড়া এলাকার লালমাই পাহাড় থেকে শিশুর এবং চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের ঘরের পেছনের সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম.
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গত শনিবার রিফাত বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রবিবার বিকালে রিফাতের পরিবার থানায় অভিযোগ দেয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চন্ডিমুড়ার লালমাই পাহাড়ে গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহতের স্বামী মাওলানা আব্দুল মমিন বলেন, আজ ভোরে তিনি ইমামতির জন্য বাড়ি থেকে বের হন। তখন তার স্ত্রী নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়িতে তারা দুজনই থাকি। নামাজ শেষ করে সকাল ৭টার দিকে বাড়িতে এসে স্ত্রীকে খোঁজ করেন। কোথাও না দেখে একপর্যায়ে ঘরের পাশের টিউবওয়েলের কাছে তার পায়ের জুতা ও পরনের কাপড় দেখতে পান। টানাহেঁচড়ার দাগ দেখে শাবল এনে সেপটিক ট্যাংকের স্লাব খুলে তিনি দেখেন স্ত্রীর লাশ। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
থানা পুলিশের পাশপাশি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনও (পিবিআই) য়ে ঘটনার তদন্ত করছে।
আই/এ