নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি বাড়ি এলাকার সামনে রামনাবাদ নদী থেকে এ মরদেহ পুলিশ উদ্ধার করে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বায়ান্ন টিভিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ইউপি সদস্য দুলাল মাঝিকে জানায়। তিনি গলাচিপা থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করে।
ওসি আসাদুর রহমান জানান, লাশের গায়ে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং সিআইডির একটি টিমকে খবর দেয়া হয়েছে।
আই/এ