বিনোদন

অবশেষে সেই ব্যবসায়ী স্বীকার করলেন তিনি নায়িকা পপির স্বামী

অভিনেত্রী পপি ও তাঁর স্বামী ছবি: সংগৃহীত

গেলো বছর ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি বিয়ে নিয়ে শোরগোল পড়ে যায়।  আদনান উদ্দিন কামাল নামে এক জাহাজ ব্যবসায়ীকে চিত্রনায়িকা পপি বিয়ে করেছেন-এমন সংবাদ প্রকাশ করে বেশির ভাগ দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়া।  ওইসময় যার সঙ্গে পপির নাম জড়ায় তিনি গণমাধ্যমে বিয়ের বিষয়টি অস্বীকার করার ফলে ধামাচাপা পড়ে যায় বিষয়টি।  তবে এবার জানা গেল সেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালই অভিনেত্রী পপির স্বামী।

ওইসময় আরও জানা যায়, আদনান উদ্দিন কামাল ও পপি দম্পতির দুই বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। ছেলেকে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে থাকতেন পপি। স্বামীর পরিবার তখনও মেনে নেয়নি বলে অনেকটা গৃহবন্দি সময় কাটাচ্ছিলেন পপি। তবে  অভিনেত্রীকে বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর ওইসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল।

ওইসময় তিনি বলেছিলেন,  ‘পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।’’ শুধু তাই নয় আদনান উদ্দিন কামাল আরও বলেন, ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তার তিনটি সন্তান রয়েছে। পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন।

তবে পপিকে বিয়ের খবর ওইসময় উড়িয়ে দিলেও বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলেছে অভিনেত্রী পপির। শুধু স্বামী নয়, অভিনেত্রীর চার বছরের সন্তানেরও দেখা মিলেছে।

সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সেই জিডির সূত্র ধরেই পপির স্বামী-সন্তানের খোঁজ মিলেছে।

জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সহযোগিরা সোমবার বেলা সাড়ে ১২টায় সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

স্থানীয় সূত্র বলছে, সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালও। এসময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন।

বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন।  তাদের সংসারে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তার নাম  আয়াত। মাঝে  মধ্যে ঢাকায় এসেও থাকেন চিত্রনায়িকা পপি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন