নোরা ফাতেহির ‘মৃত্যুর খবরে’ যা বললো তার সহযোগীরা
বাঞ্জি জাম্পিং করতে গিয়েই বিপত্তি! খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফাতেহির? এক দুর্ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে মারাত্মক শোরগোল বিটাউনে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নায়িকার মৃত্যুসংবাদ। কয়েক দিন আগেই লস অ্যাঞ্জলসের দাবানল থেকে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন নোরা। তার দিন কয়েক পরেই এহেন মারাত্মক দুর্ঘটনার খবর! উদ্বিগ্ন মডেল-অভিনেত্রী ভক্তরা।
এক বেনামি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বাঞ্জি জাম্পিংয়ের ভিডিও ভাইরাল করে দাবি করা হয়েছে, পাহাড়ের খাদে পড়ে মৃত্যু হয়েছে নোরা ফতেহির। এমন খবর ছড়াতেই নড়েচড়ে বসে অভিনেত্রীর টিম। বলিউড মাধ্যম সূত্রে খবর, এই ভিডিও বহু পুরনো। আর এই ভিডিওতে যে মহিলাকে দেখা গেছে, তিনি নোরা ফাতেহি নন।
জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্যই ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। তার নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। সামাজিকমাধ্যমেও তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ৭ কোটি। সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। একাধিক ছবিতে তার নাচ নজর কেড়েছে দর্শকের। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এই খবর সম্পূর্ণ ভুয়ো বলেই উড়িয়ে দেওয়া হয়। নোরা যে একেবারে সুস্থ রয়েছেন সে বার্তাও দেয়া হয়েছে।
এদিকে, মৃত্যুর ভুয়ো খবর ছড়ানো নিয়ে কোনও মাথাব্যথা নেই অভিনেত্রী। দিব্যি রয়েছেন তিনি। নোরার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাবে, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ২৪ ঘণ্টা আগেই একটি ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের জন্য।
জেএইচ