খেলাধুলা

সান্তোসের মাঠে নেইমারের প্রত্যাবর্তন

ছবি: সংগৃহীত

সান্তোসের জার্সিতে আবারও মাঠে নামলেন নেইমার। স্মরণীয় এক দিন তার জন্য, বলতেই হয়। দল ১-১ গোলে ড্র করেছে, তবে নেইমার হয়েছেন ম্যাচসেরা। গোলের সুযোগও তৈরি করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।

প্রায় ১২ বছর পর সান্তোসের মাঠে নামলেন নেইমার। যার পরিবর্তে বদলি হয়ে নেমেছেন, সেই গ্যাব্রিয়েল বোনতেম্পোকেও পরবর্তী নেইমার আখ্যা দেয়া হয়। বোনতেম্পোর আদর্শও নেইমার।

নেইমার যখন মাঠে নামেন, তখন ১-০ গোলে এগিয়ে ছিল সান্তোস। পরে একটি গোল করে প্রতিপক্ষ দল বোতাফোগো। সান্তোসের হয়ে মাঠে ফেরা নেইমার ম্যাচ শেষে নিজের অভিব্যক্তি জানিয়েছেন।

তিনি বলেন, সান্তোসকে ভালোবাসি। এই রাতে (গতকাল) কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না।

মাঠে এখনো পুরোপুরি ফিট নন এই তারকা। তিনি বলেন, আমাকে আরও ম্যাচ খেলতে হবে। এখনো নিজেকে শতভাগ ফিরে পাইনি। অনেক দৌড়াতে বা খুব বেশি ড্রিবলও করতে চাইনি। আশা করি চার-পাঁচ ম্যাচের মধ্যেই আরও ভালো অনুভব হবে।

নেইমার সম্প্রতি সৌদি প্রো লিগের দল আল হিলাল ছেড়ে তার কৈশোরের ক্লাব সান্তোসে ফিরেছেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন