আন্তর্জাতিক গণমাধ্যমে ‘৩২ নম্বর বাড়ি’ ভাঙচুরের খবর প্রকাশ

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈত্রিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, রাতে ভার্চুয়াল এক অনুষ্ঠানে তাদের নেত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন বিষয়টি নিয়ে সর্বস্তর থেকে কড়া প্রতিক্রিয়া আসার পরই বুধবার রাত ৮টার পর থেকেই ধানমণ্ডি ৩২ নম্বরে জড়ো হয়ে ভাঙচুর শুরু করেন ছাত্র-জনতা।
ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ির ভাঙচুরের খবর দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি বিদেশের আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান; তুরস্কের আনাদোলু এজেন্সি ও টিআরটি ওয়ার্ল্ড, সৌদি আরবের আরব নিউজ, যুক্তরাষ্ট্রের সিএনএন, এবিসি নিউজ ও এপিসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোয় উঠে এসেছে ৩২ নম্বর রোডের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার খবর।
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা’-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি জ্বালাময়ী বক্তৃতা দেন। যে কারণে এই হামলার সূত্রপাত।
দেশটির আরেকটি সংবাদমাধ্যম বিবিসির সংবাদ শিরোনাম ছিল ‘বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে’। প্রতিবেদনটিতে বলা হয়, শুধু শেখ হাসিনাই নয়, তার পরিবার ও রাজনৈতিক দলের অনেক নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।
‘বাংলাদেশি বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোনিয়েটেড প্রেস-এপি। প্রতিবেদনে বলা হয়েছে- ‘প্রতিবেশী ভারতে নির্বাসিত থেকে সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার একটি বক্তৃতা দিয়ে হামলার সূত্রপাত হয়। ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন একটি তীব্র বিদ্রোহের সময় গত বছর পাঁচ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ তাদের শিরোনাম করেছে, ‘বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত একটি বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
কাতারভিত্তিক অন্যতম গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছেন, ফ্যাসিজমের প্রতীক শেখ হাসিনার পারিবারিক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাইভ ভাষণ বাংলাদেশে প্রতিবাদের সূত্রপাত করেছে’। তারা তাদের প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কোট করে লিখেছে, বিদ্যমান দলগুলো ‘দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পড়তে ব্যর্থ হয়েছে’।
সৌদি আরবের অন্যতম গণমাধ্যম আরব নিউজ তাদের শিরোনাম করেছে, ‘বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত একটি বাড়িতে তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে’।
ভারতীয় সংবাদামধ্যম হিন্দুস্তান টাইমসও ৩২ নম্বর নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ‘ঢাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে জনতা’ এই শিরোনামেই প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এ ছাড়া পাকিস্তান ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার করা হয়েছে।
এমআর//