দেশজুড়ে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের বাড়ি ও জেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতাভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে বাদ যায়নি ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িও।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে প্রথমে কিশোরগঞ্জ শহরের খরপট্টি এলাকায় আওয়ামী লীগের অফিস এক্সকাভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পরে একই এলাকার জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর বহুতল ভবনের তালা ভেঙে বাড়িতে ভাঙচুর চালায়। এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা একই এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির গেট ও দরজা ভেঙে এতে অগ্নি সংযোগ ও লুটপাট চালায়

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িসহ কয়েকটি জায়গায় হামলাভাঙচুরের বিষয়ে তিনি জানতে পেরেছেনএ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন