পাকিস্তানকে আবারও নিষিদ্ধ করলো ফিফা
আবারও পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) নিষিদ্ধ করেছে ফিফা। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৩ বার ফিফার নিষেধাজ্ঞায় পড়লো পাকিস্তান।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফিফা।
পিএফএফ এর গঠনতন্ত্র সংশোধন করার জন্য সুপারিশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, ফিফা। কিন্তু ফিফা যে সুপারিশ করে, তা প্রত্যাখ্যান করেছিল পাকিস্তানের ফেডারেশন। এর ফলেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
জানা যায়, ফিফা ও এএফসি থেকে দেয়া প্রস্তাবিত এই সংশোধনীর অনুমোদন দেয়া হলে, এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
এমএইচ//