বাংলাদেশ

যমুনামুখী শিক্ষকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ

হাইকোর্টের দেয়া রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল প্রার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সেই বিক্ষোভে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। জানা যায়, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে।

এর আগে, নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করে। পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আসেন। এ সময় তারা পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশের বাধা পেরিয়ে যেতে চাইলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালে তিনটি ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তৃতীয় ধাপের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয় গত ৩১ অক্টোবর। ওই ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত বাতিল করে গতকাল, ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। একইসঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।     

মূলত, এই সিদ্ধান্তের প্রতিবাদেই নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আজ বিক্ষোভ করছেন। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন