দিল্লি বিধানসভা নির্বাচন
দিল্লির মসনদে বিজেপি, অভিনন্দন জানালেন কেজরিওয়াল
দিল্লি বিধানসভা নির্বাচনে হারের পর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
অভিনন্দন জানিয়ে ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেন, “আমরা জনগণের রায় মেনে নিয়েছি। দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য বিজেপিকে আমি অভিনন্দন জানায়। আমি আশা করি তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করবে।“
তিনি আরও বলেন, আমরা দিল্লিবাসীর জন্য কাজ করেছি। রাজধানীর সার্বিক ব্যবস্থার উন্নয়ন করেছি। এখন আমরা গঠনমূলক বিরোধীদলের ভূমিকা পালন করব। এসময় তিনি আম আদমি পার্টির নেতাকর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য মতে, ৭০ আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি এগিয়ে আছে ৪৭ আসনে এবং আম আদমি পার্টি (আপ) ২৩ আসনে। সরকার গঠন করতে হলে যে কোনো দল বা জোটের প্রয়োজন ৩৬টি আসন।
নিউ দিল্লি আসনে বিজেপির প্রার্থী পরভেশ ভার্মার কাছে হেরে গেছেন আম আদমি পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
২০১২ জন্ম নেয়া আম আদমি পার্টি এক যুগের বেশি সময় ধরে দিল্লির ক্ষমতায় ছিলো। গেলো ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালে দিল্লির বিধানসভা ভোটে সর্বশেষ জয় পেয়েছিল বিজেপি।
এনএস/