পরাজিত ফ্যাসিস্ট শক্তির মতো আমরা নির্দয় হতে পারিনি : স্বরাষ্ট্র সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি বলেছেন, মানবাধিকার ও পরিবেশ রক্ষা করেই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট শক্তির মতো আমরা অমানবিক ও নির্দয় হতে পারিনি। কারণ, মানবাধিকারের জন্যই জুলাই-আগস্টে আন্দোলন ও অভ্যুত্থান হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অপারেশন ডেভিল হান্ট নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ছয় মাস পার হলেও মানুষ এখনও পুলিশের কাছে নিরাপত্তা পাচ্ছে না– এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘যেসব দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। আমরা অতটা অমানবিক হতে পারিনি। আমরা মনে করি, কিছু লোক ভয়ের কারণে করেছে। কিছু যারা ডাইহার্ট ছিল তারা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক ’
তিনি বলেন, ডেভি; হান্ট অপারেশন পুলিশি অ্যাকশন। পুলিশ কাজ করবে এবং সেনাবাহিনীও এতে সহায়তা করবে। পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে অপারেশনে তারা সেই ক্ষমতাই পাবে।
তিনি আরও বলেন, এই অপারেশনে যৌথভাবে সবাই মিলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবে। দেশের স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে। এর জন্য আইনানুগ পদ্ধতিতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে। সেটার জন্য সব বাহিনীকে প্রস্তুত ও ব্রিফিং করা হয়েছে। একইসঙ্গে তাদের কাজ চলমান।
আই/এ